বুধবার, ৫ জুন ২০২৪

নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থেই গাজায় হামলা চালাচ্ছেন: বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থেই গাজায় হামলা চালাচ্ছেন: বাইডেন
বুধবার, ৫ জুন ২০২৪



নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থেই গাজায় হামলা চালাচ্ছেন: বাইডেন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি নেতানিয়াহু সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সরকার শুরু থেকেই প্রকাশ্যে সম্মতি জানিয়ে আসছেন।

তবে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় ইসরাইলি আগ্রাসন চালানো শুরু হলে তা বন্ধের জন্য খোদ বাইডেন জোর দেন। তবে কারও কথার তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে হামলা চালিয়েই যাচ্ছে ইসরাইল

মঙ্গলবার (৫ জুন) বাইডেন এক সাক্ষাৎকারে ফিলিস্তিনে বেপরোয়া হামলার জন্য নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন।

ব্রিটিশ টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন। এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোনো উদ্দেশ্য নেই বলে তিনি মনে করেন।

বাইডেনের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ কী হবে, সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার পরিকল্পনা হয়েছে। এ সময় ৭ অক্টোবর ইসরাইলে হামলার পাল্টা জবাবে দেশটি গাজায় যা করেছে, সেটিকেও তিনি ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে শুক্রবার (৩১ মে) বাইডেন গাজার যুদ্ধবিরতি নিয়ে তার পরিকল্পনা প্রকাশ করেন।

গাজায় চলমান যুদ্ধ বন্ধে তিন দফার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রস্তাবে হামাস রাজি হলে ইসরাইলও তা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করেছে, উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব পরিকল্পনার প্রথম ধাপ শুরু করতে সম্মত হবে।

মার্কিন এই মুখপাত্র আরও প্রত্যাশা করেন, প্রথম ধাপের যুদ্ধবিরতির ছয় সপ্তাহে দুই পক্ষ বসে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি কেমন হবে এবং কখন শুরু হতে পারে তা নিয়ে আলোচনা করবে।

বাংলাদেশ সময়: ১৫:২২:০০   ৭০ বার পঠিত