নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে উপজেলা চত্বরে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ভূমি অফিস। ভূমি সেবা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সোনারগাঁয়ের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সালেহা নূর এর সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আব্দুল্লাহ আল মাহফুজ।
আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, স্মাট ভূমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভূমিসেবা পাচ্ছেন। এতে ভূমির প্রকৃত মালিক নির্ধারণ সহজ হবে। ভূমি সেবা পেতে সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিতকরণে ভূমির মালিকগণের প্রতি আহবান জানান। এতে দালালের খপ্পরে না পড়তে সরাসরি অফিসে এসে ভূমি সেবার পরামর্শ দেন তিনি।
সহকারী কমিশনার (ভূমি)সৈয়দ সালেহা নূর জানান, ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহণ, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহণ, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহণ, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা সহজ করা যাচ্ছে।
আগামী ১৪ জুন পর্যন্ত চলবে এ ভূমি সেবা সপ্তাহ।
বাংলাদেশ সময়: ২৩:১৩:৩২ ১৮২ বার পঠিত