শুক্রবার, ১৪ জুন ২০২৪

মহাসড়ক দখল করে গরুর হাট, ট্র্যাকের চাপায় নিহত কিশোর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহাসড়ক দখল করে গরুর হাট, ট্র্যাকের চাপায় নিহত কিশোর
শুক্রবার, ১৪ জুন ২০২৪



মহাসড়ক দখল করে গরুর হাট, ট্র্যাকের চাপায়  নিহত কিশোর

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে কোরবানির পশু কেনাবেচা দেখতে গিয়ে ট্রাকের চাপায় পড়ে নয়ন মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনা উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা গরুর হাট এলাকায় ঘটেছে।

জানা গেছে, নিহত কিশোর উপজেলার আওনা ইউনিয়নের আওনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে গুনছা আওনা এসবিএস মডেল স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী।

নিহতের চাচা মনোয়ার হোসেন জানান, শুক্রবার (১৪ জুন) দুপুরে পিংনা গরুর হাটে কোরবানি পশু কেনাবেচা দেখতে যায় নয়ন । পরে সংবাদ আসে নয়ন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পথে নয়ন মারা যায়।

তিনি আরও বলেন, পিংনা গরুর হাট সবসময় তারাকান্দি ভুয়াপুরগামী মহাসড়কের উপরে বসে। এতে করে ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং হাটের ক্রেতা বিক্রেতারা সড়ক দুর্ঘটনার আতঙ্কে থাকে। এছাড়াও তারা ইজারা নিয়েছে গরুর হাট মহাসড়ক তো নয়। যাতে করে এই মহাসড়কে আর কখনো পশু হাট না বসে সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এদিকে হাট কমিটির সভাপতি ও সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাইদ জানান, অসাবধানতার কারণে কেউ এক্সিডেন্ট হলে সেটা আমাদের কিছু করার নেই। এছাড়াও মহাসড়কের উপর হাট বসানোর বিষয়টি প্রশাসন দেখবে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান বলেন, এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, মহাসড়কের উপর হাট বসানো অনুচিত। এতে যাতায়াতের যানজট সৃষ্টি হয় এবং দুর্ঘটনার সম্ভাবনা থাকে। তারা যাতে মহাসড়কের উপর আর হাট বসাতে না পারে সে বিষয়টি তিনি দেখব বলে জানান।

বাংলাদেশ সময়: ২২:৩৯:২৬   ৩৭৬ বার পঠিত