সোমবার, ১৭ জুন ২০২৪

কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়

প্রথম পাতা » খুলনা » কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়
সোমবার, ১৭ জুন ২০২৪



কুষ্টিয়ায় ৫১২ মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়

কুষ্টিয়ায় ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ৫১২ মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে প্রায় ১০ হাজার মুসল্লির সঙ্গে ঈদুল আজহার নামাজে শরিক হন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশের মঙ্গল ও শান্তিকামনায় দোয়া করা হয়।

এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান হানিফ। তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সব মানুষের জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন হানিফ।

পরে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি শেষে নিজ নিজ বাড়িতে পশু কোরবানির মাধ্যমে যথাযথ মর্যাদায় সবাই ঈদুল আজহা পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৫:১০:৪১   ১০৬ বার পঠিত