মঙ্গলবার, ১৮ জুন ২০২৪

তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৮ জুন ২০২৪



তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার বলেছেন, বর্তমান সরকার ক্রীড়াক্ষেত্রের সম্প্রসারণ এবং খেলাধুলার মান উন্নয়নে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্রীড়াঙ্গনের উন্নয়ন হয়েছে। বর্তমান সরকারই ক্রীড়াঙ্গণকে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে মেলে ধরতে সক্ষম হয়েছে। ক্রিকেটাঙ্গণে বাংলাদেশের বর্তমান অবস্থান এর উৎকৃষ্ট উদাহরণ।
আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাা কদমতলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
কে. বি. পি. স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিনোদনের উত্তম মাধ্যম খেলাধুলা জীবনে আনন্দমুখর পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত সহায়ক। সুস্বাস্থ্যের জন্যও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। কারণ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে।
তাই লেখাপড়াা পাশাপাশি খেলাধুলার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৫৯:০০   ১৭০ বার পঠিত