সোমবার, ২৪ জুন ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা
সোমবার, ২৪ জুন ২০২৪



জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। পরে তাকে সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

সোমবার (২৪ জুন) বেলা ১১টা ৫৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে ১২টার দিকে স্মৃতিসৌধের মূল বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করে ১২টা ১২ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান।

এ সময় কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান, এজি মেজর জেনারেল যুবায়ের সালেহীন, জিওসি লগ এরিয়া মেজর জেনারেল সারোয়ার হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে ১১ জুন সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:১৩   ৬৭ বার পঠিত