বিসমিল্লাহির রাহমানির রাহিম:
সূরা আনফাল
মদীনায় অবতীর্ণ। আয়াত : ৭৫; রুকূ : ১০
৩৩. তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তাদেরকে শাস্তি দেয়া আল্লাহর অভিপ্রায় নয়, আর আল্লাহ এটাও চান না যে, তারা (তাদের মধ্যে একদল) ক্ষমা প্রার্থনা করতে থাকবে অথচ তিনি তাদেরকে শাস্তি প্রদান করবেন।
৩৪. কিন্তু এখন তাদের কী বলার আছে যে, আল্লাহ তাদের শাস্তি দিবেন না, যখন তারা মসজিদুল হারামের পথ রোধ করছে, অথচ তারা মসজিদুল হারামের তত্ত্বাবধায়ক নয়। খোদাভীরু লোকেরাই তার তত্ত্বাবধায়ক, কিন্তু তাদের অধিকাংশ লোক এটা অবগত নয়।
আল হাদিস
নিয়মিত সৎকর্ম আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয়
আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো: আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় কাজ কোনটি? তিনি বললেন: “যে কাজ সার্বক্ষণিক ও নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে কমও হয়”।
[বুখারী: ৬৪৬৫]
বাংলাদেশ সময়: ০:০৯:০২ ৫৬ বার পঠিত