বুধবার, ২৬ জুন ২০২৪

আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
বুধবার, ২৬ জুন ২০২৪



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম

সূরা নিসা
মদীনায় অবতীর্ণ
আয়াত : ৯১. ; রুকু ২৪
৭০. তাদের কাছে কি ঐসব লোকের সংবাদ পৌঁছেনি যারা তাদের পূর্বে গত হয়েছে, নূহ সম্প্রদায় এবং আদ ও ছামুদ সম্প্রদায়, আর ইবরাহীমের সম্প্রদায় এবং মাদইয়ানবাসীদের এবং উল্টে দেওয়া জনপদগুলির? তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছিল। বস্তুত আল্লাহ তো তাদের প্রতি অত্যাচার করেননি বরং তারা নিজেরাই নিজেদের প্রতি অত্যাচার করেছিল।

আল হাদিস
সালাত অবস্থায় কোমরে হাত রাখা নিষেধ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, “রাসূলে কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে কোমরে হাত রেখে সালাত আদায় করতে বারণ করেছেন।”
[বুখারী: ১২২০]

অযূর ফযীলত
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “কেয়ামতের দিন আমার উম্মাতকে ‘গুর্রান মুহাজ্জালীন’ বা ‘দীপ্তিমান মুখম-ল ও হাত-পায়ের অধিকারী’ বলে ডাকা হবে। কাজেই তোমরা যারা দীপ্তি বাড়াতে সক্ষম তারা যেন এ কাজ করে।”
[বুখারী: ১৩৬, মুসলিম: ২৪৬]

বাংলাদেশ সময়: ০:০৮:৫৪   ৪০ বার পঠিত