শনিবার, ২৯ জুন ২০২৪

দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে: হানিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে: হানিফ
শনিবার, ২৯ জুন ২০২৪



দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, এ দেশের যা কিছু অর্জন, যা কিছু এই দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া রয়েছে।

শনিবার (২৯ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, এ দেশের যা কিছু অর্জন, যা কিছু এই দেশ পেয়েছে সব আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতি ইঞ্চি মাটিতে আওয়ামী লীগের ছোঁয়া আছে। আওয়ামী লীগ ছাড়া এই দেশে কেউ কোনো কাজ করেনি।

তিনি বলেন, বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে বাংলাদেশ রূপান্তরিত হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে আবার সড়যন্ত্র চলছে। বিএনপি আজ কর্মসূচি দিয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করতে মিথ্যা মামলা দিয়ে সরকার আটকে রেখেছে–মির্জা ফখরুলের এ মন্তব্য মিথ্যা সম্পূর্ণ মিথ্যা। কেননা, খালেদা জিয়ার মুক্তির পথ আইনিভাবেই খোলা রয়েছে। আইনি লড়াইয়ে না গিয়ে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়।’

তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার সুস্থতা চায় না, তারা এই অসুস্থতাকে নিয়ে রাজনীতি করতে চায়। দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৬   ৫৫ বার পঠিত