মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ
মঙ্গলবার, ২ জুলাই ২০২৪



মেহেরপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ

জেলার অনগ্রসর নারী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৪০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শামীম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। জেলা সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মো. আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নীলা হাফিয়া, মেহেরপুর পৌরসভার ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষক সালমা আক্তার এবং প্রশিক্ষণার্থী বিথী রানী দাস ও বন্যা রায়।
অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন ও ২৬ জনের মধ্যে (৮ লাখ ৪ হাজার টাকা) নগদ অর্থ বিতরণ হয়।
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৪০ দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:২৬:১৫   ৪৪ বার পঠিত