শুক্রবার, ১২ জুলাই ২০২৪

ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩
শুক্রবার, ১২ জুলাই ২০২৪



ভূমিধসে রাস্তা থেকে ছিটকে নদীতে ২ বাস, নিখোঁজ ৬৩

নেপালে ভারি বৃষ্টিপাত থেকে সৃষ্ট ভূমিধসে রাস্তা থেকে ছিটকে গিয়ে নদীতে পড়েছে দুটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় ওই দুই বাসে থাকা অন্তত ৬৩ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১২ জুলাই) ভোরে দুটি যাত্রীবাহী বাস ত্রিশুলী নামের একটি নদীতে পড়ে গেছে। এ সময় কাঠমান্ডুগামী ‘অ্যাঞ্জেল বাস’ এবং ‘গণপতি ডিলাক্স’ নামের বাস দুটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। তারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের মধ্যেই বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এমন সময় আকস্মিক ভূমিধসের ধাক্কায় বাস দুটি নদীতে গিয়ে পড়ে।

ইন্দ্রদেব বলেন,

এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে, বাস দুটিতে চালকসহ ৬৩ জন আরোহী ছিলেন। তাদের সন্ধানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। তবে ভারি বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজে বেশ বেগ হচ্ছে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড সব সরকারি সংস্থাকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারের কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, শুক্রবার ভোরে নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল বাস দুটি। কিন্তু রাস্তায় হঠাৎ ধস নামলে দু’টি বাসই ছিটকে গিয়ে পাশ দিয়ে বয়ে চলা নদীতে পড়ে। এতে, ভেসে যান যাত্রীদের প্রায় সবাই।

গত কয়েকদিন ধরেই নেপালের বেশিরভাগ জায়গায় ভারি বৃষ্টি হচ্ছে। ঘটছে ভূমিধসের ঘটনাও।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৩৬   ৩৭ বার পঠিত