রবিবার, ১৪ জুলাই ২০২৪

স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় ছিল ২৫ কেজি গাঁজা

প্রথম পাতা » চট্টগ্রাম » স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় ছিল ২৫ কেজি গাঁজা
রবিবার, ১৪ জুলাই ২০২৪



স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় ছিল ২৫ কেজি গাঁজা

স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তা করে পাচারের সময় ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

রবিবার (১৪ জুলাই) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।

তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় অভিযান চালায়।
এ সময় নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে, একটি স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ।

এ সময় উপজেলার চিওড়া এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ইউসুফ ও জগন্নাথদিঘী ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার কাজী অহিদুর রহমানের ছেলে কাজী মো.লিটনকে আটক করা হয়। ঘটনার সময় মাদক কারবারিদের সঙ্গে থাকা চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে ইউনুছ আলী ওরফে ইউসুফ (৩০) পালিয়ে যায়। তাকে ধরতে চেষ্টা করছে পুলিশ।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকের একটি মামলা হয়েছে। রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৪১   ৮৯ বার পঠিত