শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪



নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে গত শুক্রবার সন্ধ্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা । প্রায় দশটি যানবাহন পুড়িয়ে দিয়েছে, বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুট করেছে, নগরবাসীর প্রশ্ন সিটি কর্পোরেশন একটি

---

অরাজনৈতিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, মেয়র আইভি নগরবাসীকে সমানভাবেই সেবা দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, নগরবাসীর জন্য একটি বিনোদন পার্ক নির্মাণ করেছেন, মানুষ যেন পরিবার পরিজন নিয়ে ফুটপাত দিয়ে নির্বিঘ্নে পথ চলতে পারে এই লক্ষ্যে অবৈধ হকারদের ফুটপাতে বসতে বারবার নিষেধ করেন মেয়র, মেয়রের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে,এই অবৈধ হকাররা তাদের তান্ডব চালিয়ে যায়, একপর্যায়ে মেয়রকে

---

হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে এই মুখোশধারী সন্ত্রাসী অবৈধ হকাররা । নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে নিউজ টু নারায়ণগঞ্জ কে জানান সিটিকরপোরেশন উপর কেন এত ক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব সহকারে তদন্ত করে এই রাষ্ট্রবিরোধী জঙ্গি সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে । সিটিকরপোরেশন ও সিটিকরপোরেশনের বিভিন্ন স্থাপনায় সব মিলে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পঞ্চাশ কোটি ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৫৫   ১৪৪ বার পঠিত