বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুুনামি সতর্কতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুুনামি সতর্কতা
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০২৪



জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুুনামি সতর্কতা

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরেই জাপানের দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জাপান টাইমসের এক প্র্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ জাপানের কিউশু অঞ্চলে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে ভূমিকম্প আঘাত হানে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের ২০ কিলোমিটার উত্তর-পূর্বে, যার গভীরতা ২৫ কিলোমিটার।

দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর পূর্ব ও দক্ষিণ উপকূল এবং শিকোকুর দক্ষিণ উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে। সমুদ্র ১ মিটার উঁচু হয়ে উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

এছাড়া উপকূলীয় এলাকা, নদী বা হ্রদের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপানের এনএইচকে পাবলিক টেলিভিশন জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রের কাছে মিয়াজাকি বিমানবন্দরের জানালা ভাঙার খবর পাওয়া গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি জাপানের উত্তর-মধ্য অঞ্চল নোটোতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৫   ৫০ বার পঠিত