মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের লুট হওয়া ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-১১। সোমবার (১২ আগস্ট) রাতে হাজীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, সোমবার হাজীগঞ্জের গুদারাঘাট-ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া ৪টি আগ্নেয়াস্ত্র একটি চটের ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে। ২২ বোরের পিস্তল, জার্মানের তৈরিকৃত ২২ র‌্যাপিড ফায়ার পিস্তল, অস্ট্রিয়ার তৈরিকৃত দুটি এয়ার পিস্তল (এয়ারগান); অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শুটিং বিভাগের কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, ‘এই অস্ত্রগুলো রাইফেল ক্লাবের। লুট করা ৪টি অস্ত্র শুটিং প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো।’

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২৩   ৭৩ বার পঠিত