শনিবার, ১৭ আগস্ট ২০২৪

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে ইসরাইলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লেবাননের সংবাদ সংস্থা এনএনএ-এর বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিহ শহরের একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় এখন পর্যন্ত দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও আহত হয়েছে অন্তত ৫ জন।

এ হামলায় যারা নিহত হয়েছেন, তারা সিরিয়ার বেসামরিক নাগরিক। তবে এ হামলার বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছে এনএনএ।

এদিকে ইসরাইলের দাবি, তারা দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

এর আগে গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের শহরতলি দাহিয়েহতে বিমান হামলা চালায় ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ নিহত হন।

ইসরাইলের দাবি, তিনি ইসরাইলের অধিকৃত গোলান মালভূমির রকেট হামলার জন্য দায়ী ছিলেন। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়। যদিও হিজবুল্লাহ সেই হামলার দায় অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৭:০৭:৩৩   ৪১ বার পঠিত