বুধবার, ২১ আগস্ট ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বুধবার, ২১ আগস্ট ২০২৪



টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম টেস্টে নামতে বাংলাদেশ-পাকিস্তান দুদলই প্রস্তুত ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি মাঠে নামতে খেলোয়াড়দের অপেক্ষা বাড়িয়েছে। এতটাই যে বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের কারণে প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর বাংলাদেশ সময় বেলা ৩টায় টস হয়েছে।

রাওয়ালপিন্ডি টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তিন পেসার ও এক স্পিনার নিয়ে একাদশ সাজিয়ে বাংলাদেশ। তিন পেসার হচ্ছেন-শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা। অন্যদিকে সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাধবেন স্পিনার মেহেদী হাসান মিরাজ।

টেস্ট শুরুর আগে মুশফিকুর রহিমকে নিয়ে কিছুটা শঙ্কা থাকলে সে সব উড়িয়ে একাদশে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার।
সবশেষ গত মার্চ-এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়ার পর এই সংস্করণে খেলেননি। অন্যদিকে মাহমুদুল হাসান জয় যে খেলতে পারবেন না তা নিশ্চিতই ছিল। তার জায়গায় এই টেস্ট দিয়ে দীর্ঘ সংস্করণে ফিরেছেন সাদমান ইসলাম। সর্বশেষ ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছেন বাঁহাতি ওপেনার।
বাংলাদেশ টসের পর ঘোষণা করলেও দুই দিন আগেই একাদশ জানিয়েছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ

আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩১   ৩৬ বার পঠিত