বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪

ইউপি চেয়ারম্যান বাদলের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইউপি চেয়ারম্যান বাদলের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪



ইউপি চেয়ারম্যান বাদলের অপসারণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল এর নানা অপকর্ম ও দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার(২২ আগষ্ট) দুপুরে ভাটারা ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র-জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশ নেয় এবং প্রায় ঘন্টা ব্যাপী জামালপুর সরিষাবাড়ী মহাসড়কে অবস্থান করেন।

এসময় ভাটারা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান মালম, ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, সহ সভাপতি রাশেদুজ্জামান শাহীন, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক আলম মাহমুদ, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক সাব্বীর সরকার ,আবুল কালাম আজাদ, জাহিদ হাসান, মকবুল হোসেন সহ উপজেলা মহিলা বিএনপি’র সাধারন সম্পাদক বিলকিছ বেগম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তরা বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলে ভাটারা ইউনিয়নের চেয়ারম্যন বোরহান উদ্দিন বাদল আত্মগোপন করে। এরপর হতে ভাটারা ইউনিয়নের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে জন্ম ও মৃত্যু সনদ পেতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানান।

বক্তারা আরও বলেন, ভাটারা ইউনিয়নের যুব নেতা সুজন ও হাসনা হত্যা মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল। এছাড়াও অনিয়ম ও দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি। তাই দুর্নীতিবাজ ও হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান বাদলের অপসারণ চেয়ে ফাঁসির দাবি জানান মানববন্ধনে আসার ছাত্র জনতা ও এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১১   ১৪৭ বার পঠিত