শনিবার, ৩১ আগস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলার শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিল জামায়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলার শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিল জামায়াত
শনিবার, ৩১ আগস্ট ২০২৪



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলার শহিদ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দিল জামায়াত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলার নয়জনের পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার সন্ধ্যায় শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুরে ও ঢাকায় নিহত জেলার নয়জন শহিদ পরিবারের মধ্যে ২লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. সামিউল হক ফারুকী।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদসহ শহীদ পরিবারের স্বজনরা।
এ সময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য, আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুল রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবর রহমান মিস্টারসহ জেলা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৪০:৫৫   ৩৭ বার পঠিত