ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিনে দুষ্কৃতকারীদের হাতে ক্ষতিগ্রস্থ আড়াইহাজার থানা পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। শনিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি থানা পরিদর্শণে আসেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ।
এসময় পুলিশ সুপার থানা ভবনের ধ্বংসপ্রাপ্ত বিভিন্ন মালামাল ও ওসির বাস-ভবনসহ পুলিশ সদস্যদের থাকার সরকারী কোয়ার্টার ও থানা কার্যালয়ের ক্ষতিগ্রস্থ মূল ভবনগুলো পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্থ থানা ভবনের সংস্কার, পুলিশের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করে পুলিশকে পুনরায় আগের মত দায়িত্বে ও কর্ম নিষ্ঠায় ফিরিয়ে আনার চেষ্টা করাই আমার এ পরিদর্শনের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, যারা থানা ভবনকে ক্ষতিগ্রস্থ করে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি লুটপাট করেছেন তাদের বিষয়ে যে মামলা হয়েছে ওই মামলায় তদন্ত করে দোষীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
বাংলাদেশ সময়: ২২:৪৫:৫০ ৯৩ বার পঠিত