বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

দেশব্যাপী ‘শহিদি মার্চ’ শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশব্যাপী ‘শহিদি মার্চ’ শুরু
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



দেশব্যাপী ‘শহিদি মার্চ’ শুরু

স্বৈরাচার আওয়ামী লীগ শাসনের পতনের এক মাস পূর্তিতে গণজাগরণের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বিকেল ৩টা থেকে সারাদেশে ‘শহিদি মার্চ’ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম জানিয়েছেন, আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের নিচ থেকে কেন্দ্রীয় পদযাত্রা শুরু হয়।
রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে মিছিলটি নীলক্ষেত, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে যায়। এটি বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার হয়ে শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হচ্ছে।
অভ্যুত্থানের শহিদদের স্মৃতির প্রতি সংহতি ও স্মরণে সারাদেশে ছাত্র ও জনগণকে একত্রিত করাই এই কর্মসূচির লক্ষ্য।
আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সারজিস শিক্ষার্থীদের মার্চে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:১৯:১১   ৬৩ বার পঠিত