সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪

রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে গেল ২ জনের প্রাণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে গেল ২ জনের প্রাণ
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে গেল ২ জনের প্রাণ

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন প্রাণ হারিয়েছেন।

রোববার দিবাগত রাতে (১৬ সেপ্টেম্বর) উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে দুটি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা আরসা ও আরএসও গোষ্ঠীর মধ্যে ক্যাম্প নিয়ন্ত্রণে বিরোধ চলছে বলে জানান তিনি।

ওসি বলেন, নিহতদের মধ্যে লাল পাহাড়ে প্রাণ হারিয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)। জামতালী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪)।

মরদেহ দুটি সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৮   ৫২ বার পঠিত