দেশের সংস্কার চলা ব্যাংকিংখাতে বিশ্বব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের ব্যাংকিংখাতে সংস্কার চলছে৷ এখানে তারা (বিশ্বব্যাংক) সাহায্য করবে৷
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ব ব্যাংকের দক্ষিণ অঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইসারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি৷
অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে কথা হয়েছে৷ আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচক৷ বিশ্বব্যাংকের সাথে অন্য দাতাসংস্থাগুলো একত্রে সমন্বয় করার কথা বলা হয়েছে৷
তিনি বলেন, কারিগরি সহায়তাসহ অন্যান্য বিষয়ে তাদের কোনো কার্পণ্য থাকবে না৷ দ্বিতীয়ত, আমাদের ব্যাংকিংখাতে সংস্কার চলছে৷ এখানে তারা সাহায্য করবে৷ বিশেষ করে বেসরকারি সেক্টরে উদ্যোক্তা বাড়ানো, তাদের বিনিয়োগে সুযোগ-সুবিধা দেখার বিষয় আলোচনা হয়েছে৷ আমরা যে সংস্কারগুলো করছি তারা সে বিষয়ে সন্তুষ্ট৷
বাংলাদেশ সময়: ১৩:২৯:৫০ ৫০ বার পঠিত