শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

২১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিনলেন আইফোন ১৬!

প্রথম পাতা » আন্তর্জাতিক » ২১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিনলেন আইফোন ১৬!
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



২১ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে কিনলেন আইফোন ১৬!

বিশ্বজুড়ে বিক্রি শুরু হয়েছে আইফোন ১৬ সিরিজের ফোন। পছন্দের মডেলটি নিতে অ্যাপল স্টোরের সামনে দীর্ঘ ভিড় করছেন ক্রেতারা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিশ্বের ৬০টি দেশে একযোগে পাওয়া যাচ্ছে আইফোন ১৬ সিরিজের ফোন।

শুক্রবার সকাল থেকেই ভারতের মুম্বাইয়ের অ্যাপল স্টোরের সামনে ভিড় ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন স্টোরটি খোলার। এদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন।

অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। প্রতিষ্ঠানটির কর্মীরা স্টোরে স্বাগত জানান ক্রেতাদের। ভেতরে ঢুকেই বহুল কাঙ্খিত আইফোন ১৬ সিরিজের ফোন হাতে নিয়ে নেড়েচেড়ে দেখেন অনেকে। চোখে মুখে তৃপ্তিও ছিল দেখার মতো। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও পছন্দের ফোন কিনেছেন কেউ কেউ।

লাইনে দাঁড়ানো একজন আইফোনপ্রেমী বলেন, ‘২১ ঘণ্টা ধরে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। বৃহস্পতিবার যখন স্টোরটি চালু হয়েছে তখন থেকে আমি এখানে আছি। আশা করছি প্রথম আমিই ভেতরে প্রবেশ করব।’

আরও পড়ুন: আইফোন ১৬ সিরিজ উন্মোচন, থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা

অ্যাপল স্টোর খোলার পর অনেকেই নিজের এবং পরিবারের জন্য পছন্দের আইফোনটি কিনেন। এমনই একজন ক্রেতা বলেন, আমি পাঁচটা ফোন নিয়েছি। আমার স্ত্রী ও সন্তানের জন্যও নিয়েছি।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মুম্বাইয়ের পাশাপাশি দিল্লির অ্যাপল স্টোরেও একইরকম ভিড় ছিল। দেশটিতে নতুন আইফোন ১৬ সিরিজের ফোনের দাম শুরু হয়েছে ৭৯ হাজার ৯০০ রুপিতে। আর প্রো মডেলের দাম শুরু ১ লাখ ১৯ হাজার ৯০০ রুপিতে।

ভারত ছাড়াও শুক্রবার থেকে বিশ্বের অন্তত ৬০টি দেশে একযোগে পাওয়া যাচ্ছে আইফোন সিরিজের নতুন ফোন।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে মেটা এআই, মিলবে যেসব সুবিধা

চীনে হুয়াওয়ের ফোনের সঙ্গে আইফোন ১৬ সিরিজের হাড্ডাহাড্ডির একটা শঙ্কা থাকলেও স্টোরগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবাই ছুটছেন নতুন ফিচারের ফোনটি সংগ্রহ করতে। আইফোন ১৬ ও ১৬ প্লাসে রয়েছে বায়োনিক এ১৮ চিপ। আর প্রো মডেলে থাকছে বায়োনিক এ১৮ প্রো চিপ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

সূত্র: ইন্ডিয়া টুডে

বাংলাদেশ সময়: ১৪:০৬:১২   ১০ বার পঠিত