রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন আশরোফা ইমদাদ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ৩৫তম ব্যাচের সদস্য আশরোফা ইমদাদ। আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের এই সিনিয়র তথ্য অফিসারকে (গ্রেড-৬) প্রেষণে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টা যত দিন এই পদ অলংকৃত করবেন অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে। এর আগে ১৯ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পান দুই সাংবাদিক। তাঁরা হলেন ডেইলি স্টারের শুচিস্মিতা তিথি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নাইম আলী। বর্তমানে প্রধান উপদেষ্টার প্রেস অনুবিভাগে ছয়জন নিয়োগ পেয়েছেন। বাকি তিনজন হলেন প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

বাংলাদেশ সময়: ১৯:৫৮:৫০   ২১ বার পঠিত