সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সীমান্ত এলাকা থেকে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ৬০ বিজিবি, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সুতারমোড়া নামক স্থানে সীমান্ত এলাকায় ঘোরাফেরার সময় ওই আওয়ামী লীগ নেতাকে আটক করে বিজিবি।

গ্রেপ্তারকৃত ওই আওয়ামী লীগ নেতার নাম জহিরুল ইসলাম ওরফে জহির (৪৫)।
তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ওই উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ওরফে টুটুলের চাচাতো ভাই। জহিরুল ইসলাম কুমিল্লা শহরতলীর ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, রবিবার রাতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ কাজিয়াতলী বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ২০২৯/এম হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুতারমোড়া নামক স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই আওয়ামী লীগ নেতা। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে।

আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ভিত্তিহীন বিভ্রান্তিমূলক তথ্য এবং নিজের পরিচয় সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেন। পরে বিজিবি সদস্যরা তার নিজ এলাকার ব্যক্তিদের মাধ্যমে জানতে পারেন- তিনি একজন দুষ্কৃতকারী ও আওয়ামী লীগের একজন চিহ্নিত সন্ত্রাসী। তার চাচাতো ভাই আওয়ামী লীগ সমর্থিত কুমিল্লা আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান ছিলেন।

সম্প্রতি ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।
বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় চারটি মামলা রয়েছে।

বিজিবি কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩:৫১:০৬   ১১ বার পঠিত