বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে : পানি সম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে : পানি সম্পদ উপদেষ্টা
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



নদী বাঁচাতে প্রয়োজনে সার্ককে সক্রিয় করা হবে : পানি সম্পদ উপদেষ্টা

দেশের নদ-নদী বাঁচাতে প্রয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সংক্ষেপে সার্ক) সক্রিয় করা হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে পানি ভবনে বিশ্ব নদী দিবস উপলক্ষে অভিন্ন নদীতে বাংলাদেশের ন্যায্য অধিকার শিরোনামে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

সেমিনারে নদীর জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।

এ সেমিনারে পানি সম্পদ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নদীতে আমাদের পানির হিস্যা আছে। সেগুলোর ব্যাপারে আমরা ভারতের সাথে কথা বলব। আগে থেকে সতর্ক থাকলে এবারে বন্যায় আমাদের ক্ষতির পরিমাণ কম হত।

উজানের দেশগুলোর সাথে পানির ব্যাপারে ভাটির দেশ হিসেবে কথা বলতে হবে। অভিন্ন নদীতে বাংলাদেশের অধিকার রক্ষায় জোরালেভাবে কাজ করবে সরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের নদ-নদী বাঁচাতে প্রয়োজনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সংক্ষেপে সার্ক) সক্রিয় করা হবে। আন্তর্জাতিক অভিন্ন নদী নিয়ে নিজ দেশের স্বার্থে নয় প্রতিবেশী দেশের স্বার্থও দেখতে হবে।

সেমিনারে বক্তরা বিশ্ব নদী দিবস উদযাপন পরিষদ আয়োজিত সেমিনারে আন্তঃসীমান্ত নদী রক্ষায় নদী কমিশন, গঙ্গা-তিস্তা চুক্তিসহ মোট ৯টি সুপারিশ ও দাবি তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ১৩:৩৯:২৭   ৪৯ বার পঠিত