ঘরের মাঠে সবশেষ সিরিজেও পাকিস্তানের কাছে ধবলধোলাই হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। কোচ ক্রিস সিলভারউড নিয়ে তখন চলছে ব্যাপক আকারের সমালোচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সিলভারউডকে বিদায় করে লঙ্কান ক্রিকেটের কোচ করা হয় সনাৎ জয়সুরিয়াকে। এরপর থেকেই মূলত সুবাতাস বইছে শ্রীলঙ্কার ক্রিকেটে।
ভারতকে ২৭ বছর পর ওয়ানডে সিরিজে হারিয়েছে জয়সুরিয়ার অধীনে থাকা লঙ্কান দল। এরপর ইংল্যান্ডে গিয়ে ১০ বছর পর জিতেছে টেস্ট। এবারে ঘরের মাঠেও টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কা। গলে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ইনিংস ও ১৫৪ রানের ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিনে নিউজিল্যান্ড ৩৬০ রানে গুটিয়ে গেলে নিশ্চিত হয় লঙ্কানদের ইনিংস ব্যবধানের জয়।
সবমিলিয়ে ৬ বছর পর ইনিংস ব্যবধানে টেস্ট হারল নিউজিল্যান্ড। গলে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ১৯৯ রান নিয়ে খেলা শেষ করে নিউজিল্যান্ড। ইনিংস হার এড়াতে তখনো কিউইদের দরকার ছিল ৩১৫ রান। কিন্তু প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানে অলআউট হওয়া নিউজিল্যান্ডের জন্য দ্বিতীয় ইনিংসে এমন বড় সংগ্রহ পার করা ছিল অসম্ভবের কাছাকাছি।
হয়ওনি সেটা। নিশান পেইরিসের ৬ উইকেট আর প্রভাত জয়সুরিয়ার ৩ উইকেট ১৫৫ রান দূরে থাকতেই থামিয়ে দেয় নিউজিল্যান্ডকে। আগের দিন অপরাজিত থাকা ব্লান্ডেল ও ফিলিপস দুজনেই ফিরেছেন আজ। ব্লান্ডেল করেছেন ৬০ রান ও ফিলিপস ৭৮। দুজনকেই আউট করেছেন পেইরিস।
গত ইনিংসের মতো এবারেও ৯এ নামা মিচেল স্যান্টনার ধরলেন দলের হাল। কিন্তু সেটা হয়ত যথেষ্ট ছিল না। ১২১ রানে ৪ উইকেট হারানোর পর খুব একটা কিছু করার ছিল না তাদের পক্ষে। তৃতীয় দিনেই অনেকটা গলে নিশ্চিত হয়ে গিয়েছিল ভাগ্য। চতুর্থ দিনে কেবল তারই শেষ টানলেন পেইরিস ও প্রভাত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়েও এখন ভালোভাবেই টিকে আছে লঙ্কানরা। ইংল্যান্ডে একটি এবং ঘরের মাঠে নিউজিল্যান্ডকে দুই টেস্ট হারানোর পর এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় স্থানে আছে দলটি। সামনে দক্ষিণ আফ্রিকায় অ্যাওয়ে সিরিজে দুই টেস্ট আর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের সূচি বাকি আছে লংকানদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্নটা তাই কঠিন হলেও দেখতে চাইছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৬০২/৫ ডি.। (কামিন্দু ১৮২*, দীনেশ চান্ডিমাল ১১৬, কুশাল মেন্ডিস ১০৬*)
নিউজিল্যান্ড: ৮৮ (স্যান্টনার ২৯; জয়াসুরিয়া ৬/৪২, পেইরিস ৩/৩৩) ও ৩৬০ (কনওয়ে ৬১, উইলিয়ামসন ৪৬, ব্লান্ডেল ৬০, ফিলিপস ৭৮, স্যান্টনার ৬৭; পেইরিস ৬/১৭০, জয়াসুরিয়ার ৩/১৩৯)।
ফল: শ্রীলঙ্কা ইনিংস ও ১৫৪ রানে জয়ী।
সিরিজ: ২ টেস্টের সিরিজে শ্রীলঙ্কা ২–০তে জয়ী।
বাংলাদেশ সময়: ১৫:৩৮:১৪ ৪৩ বার পঠিত