বুধবার, ২ অক্টোবর ২০২৪

‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’
বুধবার, ২ অক্টোবর ২০২৪



‘ক্ষমতার কিছুই দেখাইনি, সংঘাতে জড়াতে আসবেন না’

বৈধ আত্মরক্ষার অধিকারের’ ওপর ভিত্তি করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরাইলের আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানোর কথাও উল্লেখ করেছেন তিনি।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

এতে বলা হয়, মঙ্গলবার এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেছেন, এই পদক্ষেপ (ক্ষেপণাস্ত্র হামলা) ‘ইরানের স্বার্থ ও নাগরিকদের প্রতিরক্ষার জন্য’।

বিবৃতিতে বলা হয়,

নেতানিয়াহুর জানা উচিৎ যে, ইরান যুদ্ধবাজ নয়, তবে যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। এটি (মঙ্গলবারের হামলা) আমাদের ক্ষমতার একটি ছোট অংশ মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না।

তীব্র উত্তেজনার মধ্যেই মঙ্গলবার রাতে ইসরাইলে বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ইসমাইল হানিয়াহ, হাসান নাসরাল্লাহ এবং আব্বাস নীলফোরোশানকে হত্যার জবাবে এই হামলা চালানো হয়েছে।

হামাসের সাবেক নেতা হানিয়াহ-কে জুলাই মাসে তেহরানে হত্যা করা হয়। আর হিজবুল্লাহর সাবেক নেতা নাসরাল্লাহ গেল শুক্রবার আইআরজিসি কমান্ডার নীলফোরোশানের সঙ্গে বৈরুতে নিহত হন।

আইআরজিসি বলেছে, মঙ্গলবারের হামলাটি জাতিসংঘের সনদের অধীনে দেশটির ‘বৈধ আত্মরক্ষার অধিকারের’ সাথে সঙ্গতিপূর্ণ। তার সতর্ক করে আরও বলেছে, ইসরাইল যদি এই আক্রমণের প্রতিক্রিয়া জানায়, তবে তারা আরও ‘বিধ্বংসী প্রতিক্রিয়ার’ সম্মুখীন হবে।

জাতিসংঘে ইরানি মিশনও একটি বিবৃতি জারি করে বলেছে যে, ক্ষেপণাস্ত্র হামলাটি ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ একটি ‘আইনি, যুক্তিসঙ্গত এবং বৈধ’ প্রতিক্রিয়া।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৭:১১:৫১   ১৬ বার পঠিত