বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

সাবেক ডিবি প্রধান হারুন ও শ্রমিকলীগ নেতা পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক ডিবি প্রধান হারুন ও শ্রমিকলীগ নেতা পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪



সাবেক ডিবি প্রধান হারুন ও শ্রমিকলীগ নেতা পলাশের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ ও শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতা কাউছার আহম্মেদ পলাশসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) নারায়ণগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে বাদী হয়ে এই মামলার আবেদন করেন ভুক্তভোগী ব্যবসায়ী শাহ আলম। পরে আদালত তার আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দিলে ফতুল্লা থানা পুলিশ মামলাটি গ্রহণ করে।

মামলায় ডিবির সাবেক প্রধান হারুন অর রশিদ ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ (৫৩) ছাড়াও মো. মোকাররম (৫২), শাহাদৎ হোসেন সেন্টু (৪৭) সহ আরও ১১ জনের নাম উল্লেখ করে তাদের আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।

মামলায় বাদী অভিযোগ করেন, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ব্যাবসায়ীক কাজে যাওয়ার সময় পিস্তল ঠেকিয়ে তার সাথে থাকা নগদ বিশ লাখ টাকাসহ জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় অভিযুক্তরা। এসময় তারা তাকে অপহরণ করে ফতুল্লার আলীগঞ্জে মোকারমের অফিসে নিয়ে যায়। সেখানে নিয়ে আসামিরা তাকে মারধর করে ১০টি অলিখিত চেকের পাতা ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে নেয়।

মামলায় বাদী আরও অভিযোগ করেন, আসামিরা অজ্ঞাত আরও অনেকের সহায়তায় তার প্রায় সাত কোটি পাঁচ লক্ষ টাকার সম্পত্তি আত্মসাত করে নেয়। হারুন অর রশিদ পুলিশ কর্মকর্তা হওয়ায় এতোদিন মামলা দায়ের করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন তিনি।

মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:৪১:৫৪   ১৩ বার পঠিত