শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি শিক্ষকদের

বেসরকারি কলেজ শিক্ষক ও অধ্যক্ষ জোটের নেতারা শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নান বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক নিয়োগ চাই।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
মেধাবী শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতি দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, রাজনৈতিক প্রভাবে শিক্ষকরা স্বাধীনভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে পারেন না।
তারা বলেন, রাজনৈতিক প্রভাবের ঘটনা সব সরকারের আমলেই ঘটে থাকে, এই প্রথা বন্ধ করতে হবে।
শিক্ষকরা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সমতুল্য বেসরকারি শিক্ষকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি, সরকারি কলেজের মতো বেসরকারি প্রতিষ্ঠানের জনবল কাঠামো সংস্কার ও পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালু করাসহ ৯ দফা দাবি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মো. মাজহারুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. ইসহাক হোসেন, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ শহীদুন নাহার, অধ্যাপক লিয়াকত আলী, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউনুস, অধ্যাপক ইলিম মো. নাজমুল হোসেন, অধ্যাপক রফিকা আফরোজ ও অধ্যাপক জহির উদ্দিন আজম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২২:২৪   ৪০ বার পঠিত