ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে নাজমুল শান্তর দল। আজ রবিবার (৬ অক্টোবর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।
মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রের শ্রীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ভারতের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল টি-টোয়েন্টিতে সাকিববিহীন যুগে প্রবেশ করতে যাচ্ছে। কানপুর টেস্টের আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সাকিব জানিয়েছেন, বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটি তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বরাবরই ব্যর্থ বাংলাদেশ। টি-টোয়েন্টিতেও তার ব্যতিক্রম নয়। তাই এবার ভালো কিছু করতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। টানা ১৫টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত গৌতম গম্ভীরের শিষ্যরা। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বর্তমান চ্যাম্পিয়নও ভারত। তাদের হারাতে হলে সেরাটা দেওয়ার বিকল্প নেই। জিততে হলে পারফর্ম করতে হবে। বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়ও মনে করেন এমনটিই।
হৃদয় বলেন, ‘আমরা এখানে আসার আগে বেশিরভাগ ক্রিকেটারই দেশে অনুশীলন করেছি। আমরা সিরিজের জন্য খুবই ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আমরা ভালো করব। এখানকার গরম আমাদের জন্য তেমন দুশ্চিন্তার বিষয় নয়। এই গরমে খেলে আমরা অভ্যস্ত। বাংলাদেশেও একই আবহাওয়া। এখানে আমাদের খুব ভালো সুযোগ আছে পারফর্ম করার। আমরা অবশ্যই জিততে চাইব। এর বাইরে আর কিছু নেই।’
অন্যদিকে দীর্ঘ ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। তবে সংস্কারের পরই শ্রীমাণ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। এর আগে ২০১০ সালে সর্বশেষ এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিল ভারত। যেখানে প্রথম কোনও পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।
বাংলাদেশ ও ভারতের ম্যাচের আগে এই স্টেডিয়াম নিয়ে আলোচনাও চলছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত যেমন পিচ দেখা যায়, দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট না চলা এই মাঠের পিচ কি তেমন বানানো সম্ভব? পিচ নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসকে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘জুন মাসে এখানে ১২টি (টি-টোয়েন্টি) ম্যাচ হয়েছিল, চার ইনিংসে ২০০–এর বেশি রান ওঠে। তবে গড় রান কম হয়েছিল, কারণ তিন-চারটি ম্যাচে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটে। এই পিচ ব্যাটারদের সহায়তা দেয় এবং রবিবারও সেটি বদলাবে না।’
তবে রবিবার ভারত-বাংলাদেশ ম্যাচ ছাপিয়ে আরও একটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাত–পরবর্তী ঘটনায় হিন্দুদের ওপর হামলা–নির্যাতনের অভিযোগ এনে রবিবার ম্যাচটি বাতিলের দাবি তুলেছে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন। এমনকি ম্যাচ আয়োজন বন্ধ করতে হিন্দু মহাসভা ‘গোয়ালিয়র বন্ধ’–এর ডাকও দিয়েছে। তবে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে পুরো শহরে নিরাপত্তা জোড়দার করেছে স্থানীয় আইন শৃঙ্খলাবাহিনী।
বাংলাদেশ সময়: ১১:৩৫:২৭ ৫৬ বার পঠিত