রবিবার, ৬ অক্টোবর ২০২৪

লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়

প্রথম পাতা » খেলাধুলা » লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়

লিগে শেষ ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। রোববার (৬ অক্টোবর) আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।

এস্তাদিও ডি মেন্ডিজোরোজাতে ম্যাচের সপ্তম মিনিটে রাফিনহার পাস থেকে গোল করেন লেভানডোভস্কি। ম্যাচের ২২তম মিনিটে আবারও রাফিনহা-লেভানডোভস্কি জুটিতে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় বার্সেলোনা। আর ম্যাচের ৩২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে বার্সার ইতিহাসে চতুর্থ দ্রুততম হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা।

বার্সার জয়ের নায়ক লেভানডোভস্কি হলেও, এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। লেভার প্রথম গোলটি আসে তার ফ্রি কিক থেকে হেড করে। আর দ্বিতীয় গোলে রাফিনহা বাঁ দিক থেকে দারুণ এক ক্রস করেন।

এদিকে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক স্যামুয়েল ইতোর দখলে। ২০০৮ সালে আলমেরিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন ক্যামেরুনের এই কিংবদন্তি ফুটবলার।

এই জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৩ পয়েন্ট লিড নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ৯ ম্যাচে বার্সার পয়েন্ট ২৪।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫২   ১০ বার পঠিত