বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিকের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা জানান।
আমির জানান, দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে যাদের অঙ্গহানি হয়েছে তাদের কীভাবে কোরিয়া সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।
জামায়াত আমির আরও জানান, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও কথা বলেছেন তারা।
রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক বলেন, বাংলাদেশের কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে। ২ মাস হয়েছে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি।
এছাড়া কোরিয়ায় বাংলাদেশ থেকে কর্মী নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পার্ক ইয়ং-সিক।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৪৫ ৪৪ বার পঠিত