বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

ব্রুকের ট্রিপল ও রুটের ডবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় লিড

প্রথম পাতা » খেলাধুলা » ব্রুকের ট্রিপল ও রুটের ডবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় লিড
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪



ব্রুকের ট্রিপল ও রুটের ডবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের বড় লিড

মুলতান টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিং শেষে হয়তো তৃপ্তির ঢেঁকুরই তুলেছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। কিন্তু পাকিস্তানের সাড়ে পাঁচশর বেশি রানও যে ইংল্যান্ডের সামনে মামুলি সংগ্রহ হয়ে যাবে তা কে ভাবতে পেরেছিল! জো রুট ও হ্যারি ব্রুকের বিশ্বরেকর্ড গড়া জুটির সঙ্গে জ্যাক ক্রাওলি ও বেন ডাকেটের মাঝারি দুটি ইনিংসে ভর করে ইংল্যান্ড চড়েছে রানের পাহাড়ে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) মুলতান টেস্টের চতুর্থ দিনে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে তাদের লিড দাঁড়িয়েছে ২৬৭ রান। এদিন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন হ্যারি ব্রুক।

মুলতান টেস্টে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ৫৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছিলো। তবে সেই রান টপকাতে ইংল্যান্ডের খরচা হয়েছে মাত্র ৩ উইকেট। ব্রুকের ট্রিপল ও রুটের ডাবল সেঞ্চুরিতে পাহাড়সম রান করে ফেলেছে সফরকারীরা। শেষদিকে টপাটপ উইকেট যেতে থাকলে ইনিংস ঘোষণা করেন এই টেস্টে ইংলিশদের নেতৃত্ব দেয়া ওলি পোপ।

২৪৯ রানে তৃতীয় উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ক্রিজে নামেন হ্যারি ব্রুক। আর তার সঙ্গে ছিলেন জো রুট। চতুর্থ উইকেটে রুট আর ব্রুক মিলে গড়েন ৪৫৪ রানের জুটি। যা টেস্টে পাকিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। দুজনই আড়াইশ পার করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রুট ২৬২ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১৭টি চারের মার।

তবে হ্যারি ব্রুক তাণ্ডব চালিয়ে গেছেন। প্রথমে জেমি স্মিথের সঙ্গে জুটিতে ৭৬ রান যোগ করেন। নাসিম শাহর বলে আউট হওয়ার আগে স্মিথ ২৪ বলে ৩১ রান করেন। ক্রিস ওকসকে সঙ্গে নিয়ে আরও ১৮ রান যোগ করেন ব্রুক।

অবস্থা দেখে মনে হচ্ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড হয়তো ভেঙেই দেবেন ব্রুক। কিন্তু শেষ পর্যন্ত সাইম আইয়ুব থামান তাকে। ওয়ানডে স্ট্যাইলে খেলে ৩২২ বলে ৩১৭ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন এই ইংলিশ। তার ইনিংসে ছিল ২৯টি চার ও ৩টি ছয়ের মার। ইংল্যান্ডের কোনো খেলোয়াড়ের এটিই পঞ্চম সর্বোচ্চ ইনিংস।

পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ৩১ ওভারে ১৫৭ রানের বিনিময়ে ও সাইম আইয়ুব ১৪ ওভারে ১০১ রানের বিনিময়ে ২টি করে উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি, আমির জামাল ও সালমান আগা ১টি করে উইকেট শিকার করতে প্রত্যেকেই ১০০ এর ওপর রান খরচ করেছেন।

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে ওকসের প্রথম বলেই আব্দুল্লাহ শফিকের উইকেট হারিয়েছে। এই মুহূর্তে শান মাসুদ এবং সাইম আইয়ুব ক্রিজে আছেন। পাকিস্তানের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ২৭ রান।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৮   ১৩ বার পঠিত