ফটিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি ১২ই অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশানক ফরিদা খানম, এডসি সাদিউর রহমান জাদিদ, উপজেলা নির্বাহী অফিসার মো মোজাম্মেল হক চৌধুরী, সেনা বাহিনীর মেজর মাহীর, সহকারী কমিশনার ভূমি মেজবাহ উদ্দীন, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, ছাত্র সমন্বয়ক তালাদ মাহমুদ রাফিসসহ আরো অনেকেই।
ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, সবাই বলেছেন আমরা মিলেমিশে থাকতে চাই। সেটার একটা ইতিবাচক দিক রয়েছে। যেটা আমাদের জীবনকে সহনশীল করবে। সব মানুষ যদি সমান ভাবে মর্যাদায় জীবন যাপন করতে পারি তাহলে আমাদের সকল অধিকার সংরক্ষিত থাকবে। আমাদের সকল রাষ্ট্রের অধিকার আছে সে গুলো আমরা সমানভাবে উপভোগ করতে পারবো। আমার অধিকার অন্য হরণ করতে পারবেনা।
বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৩ ৩৮ বার পঠিত