রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ২২ হাজার ৫৪০ কেজি ভারতীয় আপেল জব্দ করেছে বিজিবি। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চিনাকান্দি সীমান্তে ২৮ বিজিবির টহল দল দুই ট্রাক ভর্তি ২২ হাজার ৫৪০ কেজি আপেল জব্দ করে। যার সর্বমোট মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. এ কে এম জাকারিয়া কাদির জানান, রবিবার বিকেলে চিনাকান্দি বিউপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান পরিচালনা করে।
এ সময় ঝিগাতলা নামক স্থান থেকে আপেলের চালান জব্দ করে তারা। টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।

জব্দকৃত আপেলের চালান কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
সীমান্তে অপরাধ প্রবণতা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর আছ বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪০   ৩৭ বার পঠিত