মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



পররাষ্ট্র উপদেষ্টার সাথে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক আজ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, তৈরি পোশাক খাত, ইপিএস শ্রমিক, দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত উপদেষ্টা তৌহিদ হোসেনকে তার নতুন দ্বায়িত্বলাভের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

তৌহিদ শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সক্ষমতার প্রতি আস্থা রেখে সমর্থনমূলক অবস্থানের জন্য কোরিয়া সরকারকে ধন্যবাদ জানান। তিনি দ্বিপক্ষীয় বাণিজ্যে ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশে একটি প্রধান বিদেশী বিনিয়োগকারী হিসেবে কোরিয়ার ভূমিকা স্বীকার করেন।

এ সময় উভয় পক্ষই আন্তর্জাতিক অঙ্গনে ঘনিষ্ঠ সহযোগিতা, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, মুক্ত বাণিজ্য ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি কোরিয়ার মানবিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৫২   ১৭ বার পঠিত