শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের দাঙ্গা-হাঙ্গামা, দখলবাজী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে।

এবিষয়টি জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলা বিএনপির কার্যালয় আরামনগর বাজারে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সভার কার্যক্রম চলে। উপজেলা বিএনপির বিশেষ এ জরুরি সভায় উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল কার্যক্রম তিন কার্যদিবসের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

দলীয় সূত্র জানায়, এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

সভায় জেলা বিএনপির সভাপতি বলেন, দল থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী সঙ্গ দেয়ার চেষ্টা চালালে তার বিরুদ্ধে দলীয় সংবিধানের আলোকে ব্যবস্থা নেয়া হবে। দলের প্রত্যেক নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে কার্যক্রম পরিচালনা করার পরামর্শ দেন তিনি।

দলীয় সূত্র জানায়,গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকেই উপজেলার মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আ: ওয়াহাব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন মাস্টার ও নেতা ইসাহাক মেম্বার সহ অন্যান্য নেতা ও কর্মী সমর্থকরা বেপরোয়া হয়ে উঠে। শুরু হয় আধিপত্য বিস্তার,হামলা, ভাঙচুর ও দখল বাণিজ্য ও দেশীয় অস্ত্রের মহড়া।

একপর্যায়ে উপজেলা বিএনপি দফায়-দফায় সতর্ক দেয়ার পরেও কোনো কাজ হয়নি। ফলে জেলা বিএনপির জলবায়ুবিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: আওয়াল সহ তিনজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্থগিত ঘোষণা করা হয়।

তবুও এতে কোনো লাভ না হওয়ায়, গতকাল বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় মহাদান ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ২১:০৪:২৬   ১৬৮ বার পঠিত