শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নগরের বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়ার শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম মন্দিরের দানবাক্স ভেঙ্গে টাকা চুরির ঘটনা ঘটে।
গ্রেফতার দুই জন হলেন- জাহিদুল আলম সানি (২০) ও হেলাল (২৪)। এর মধ্যে জাহিদুল আলম সানিকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে ও হেলালকে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরির কথা স্বীকার করেন। পরে আসামি হেলালের কাছ থেকে নগদ চার হাজার ৩০০ টাকা ও জাহিদুলের কাছ থেকে নগদ ২০০ টাকা জব্দ করা হয়।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য গিয়ে দেখতে পান, মন্দিরের টিনের গেট খোলা এবং ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। দুটি দানবাক্সের ভেতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০ হাজার টাকা নাই। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। তদন্তে নেমে প্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয় বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১:১৮:৪১   ১৭ বার পঠিত