শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

কুমিল্লায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব উদযাপিত

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব উদযাপিত
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪



কুমিল্লায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব উদযাপিত

জেলায় ভাবগম্ভীর পরিবেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধানতম ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব আজ উদযাপিত হয়েছে।

শুক্রবার সকালে জেলাসদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি নব শালবন বিহার ও বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ে এ দানোৎসব উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্ঠা শ্রীমং জিনসেন মহাস্থবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। মুখ্য আলোচক ছিলেন বৌদ্ধ বিহার মেরুল বাড্ডার উপাধক্ষ্য শ্রীমং সুনন্দপ্রিয় ভিক্ষু, আলোচক ছিলেন শ্রীমং প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমং প্রজ্ঞাজ্যোতি মহাথের।

চীবর উৎসর্গের সময় ভক্তদের সাধু, সাধু, ধ্বনিতে নব শালবন বিহারের সমগ্র আশেপাশে এলাকা মুখরিত হয়ে ওঠে।

দিনব্যাপী অনুষ্ঠানে কঠিন চীবর দান ছাড়াও, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, বিশ্বশান্তি প্যাগোডার অর্থ দান, হাজার প্রদীপ দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিহারে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:৫৫   ১২ বার পঠিত