মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪



নৌ পুলিশের অভিযানে কারেন্ট জাল ও ইলিশ জব্দ

সরকার ঘোষিত ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৪’ গত ১৩ অক্টোবর থেকে ২২ দিনব্যাপী চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় দেশব্যাপী নৌ পুলিশ অভিযান চালিয়ে মোট ৫৯ লাখ চার হাজার ৩৫০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে। একই সময় প্রায় ১ হাজার ২৭১ কেজি মা ইলিশ এবং ৪২ কেজি চিংড়ি মাছ জব্দ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাথী রানী শর্মা।

তিনি জানান, দেশের ইলিশ অভয়াশ্রমসহ মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এই ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞার মূল লক্ষ্য। মা ইলিশ আহরণ,বাজারজাতকরণ কিংবা বিপণন বন্ধে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের মতো নৌ পুলিশ দেশব্যাপী অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২২:১২:৪০   ১০ বার পঠিত