বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে আড়াই কোটির মতো

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে আড়াই কোটির মতো
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে আড়াই কোটির মতো

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি নেই দুসপ্তাহও। এরই মধ্যে জমে ওঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আগামী ৫ নভেম্বর সশরীরে গিয়ে ভোট দেবেন অনেক মার্কিনি। তবে এখন পর্যন্ত বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত সেপ্টেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে শুরু হয়েছে আগাম ভোটদান। পোস্টের মাধ্যমে অথবা সশরীরে গিয়ে আগাম ভোটদান এবং নির্বাচনের দিন ভোট দেয়ার পদ্ধতি রয়েছে।

সবশেষ বুধবারের হিসাবে এ পর্যন্ত আগাম ভোট দিয়েছেন প্রায় আড়াই কোটি মানুষ।

প্রতিবেদন বলছে, ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাবের ট্র্যাকিং ডেটা অনুসারে প্রায় আড়াই কোটি ভোটার এরই মধ্যে সরাসরি বা ই–ব্যালট পদ্ধতিতে ভোট দিয়েছেন।

গত সপ্তাহে আগাম ভোট শুরুর পর প্রথম দিনেই উত্তর ক্যারোলিনা ও জর্জিয়াসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে রেকর্ড হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগাম ভোটদান চলছে গুরুত্বপূর্ণ সুইং স্টেট অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, নেভাডা ও মিশিগানেও। এরই মধ্যে নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে বলে তথ্য মিলেছে।

অতীত অভিজ্ঞতা অনুযায়ী আগাম ভোটের শুরুতে রেকর্ড সংখ্যক উপস্থিতি ডেমোক্র্যাটদের জন্য সুখবর বয়ে আনে। যদিও জয়ের প্রত্যাশা করছে দুদলই।

সর্বশেষ এক জরিপে দেখা যায়, জনপ্রিয়তায় ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ এগিয়ে আছেন।

বাংলাদেশ সময়: ১২:০৪:২১   ১৪ বার পঠিত