বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

সরিষাবাড়ীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মা ইলিশ আহরণ থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ভাটারা ইউনিয়নের ৮৬ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, ট্যাগ অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য আজাফফর হোসেন রাজা, আলতাফ হোসেন, ফরহাদ হোসেন সহ মহিলা মেম্বার আছিয়া ও হ্যাপি আক্তার উপস্থিত ছিলেন।

ভিজিএফ চাল পেয়ে জেলেরা বলেন, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে সচেষ্ট থাকবো এবং ১৩ অক্টোবর হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে সকলকেই ইলিশ ধরা ও বিক্রি করতে নিরুৎসাহিত করবো। এছাড়াও জেলেরা জানান,আমরা ভিজিএফ চাল পেয়ে অনেক খুশি।

বাংলাদেশ সময়: ২২:২২:৫৪   ২৩ বার পঠিত