বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৩ শতাধিক রাউন্ড গুলি উদ্ধার

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ২৮৯ রাউন্ড ২২ বোর পিস্তলের গুলি ও ৬৩ রাউন্ড শর্টগানের গুলি (কার্তুজ) উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফতুল্লার ভোলাইল খেলার মাঠ থেকে অস্ত্রের ওই গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এব্যাপারে ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, পরিত্যক্ত অবস্থায় শর্টগানের ৬৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সেই সাথে ২২ বোর গানের ২৮৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ২২ বোর গান আমরা পুলিশ সদস্যরা সাধারণত ব্যভহার করি না। এই গুলি রাইফেলস ক্লাবের লুট হওয়া গুলির একাংশ হতে পারে। তবে এ মূহুর্তে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৩৭   ১১ বার পঠিত