শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪

সংস্কার থমকে দিতে সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংস্কার থমকে দিতে সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪



সংস্কার থমকে দিতে সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে: জয়নুল আবদিন

সংস্কার প্রক্রিয়া থমকে দিতে অন্তর্বর্তী সরকারকে অস্থির করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। তাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সর্তক থাকার আহ্বানও জানিয়েছেন তি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে চলা অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

জয়নুল আবদিন বলেন, ‘ছাত্রলীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। আইনের মাধ্যমে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে। যাতে আর কখনও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

সংস্কার নিয়ে দেরি না করে সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। বলেন, ‘সব রাজনৈতিক দলের মতামত নিয়ে শিগগির নির্বাচন কমিশন সংস্কার করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ফারুক বলেন, ‘এখন দ্রুত জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু করতে হবে।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগের প্রেত্মাতারা জড়িত উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ আর সহ্য করতে পারছে না। বাজারের সিন্ডিকেট দ্রুত ভাঙতে হবে।’

বাংলাদেশ সময়: ১২:১১:০৭   ৩২ বার পঠিত