শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

সরিষাবাড়ীতে ফেইসবুকের কমেন্টকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মারপিট আহত- ৩

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ফেইসবুকের কমেন্টকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মারপিট আহত- ৩
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে ফেইসবুকের কমেন্টকে কেন্দ্র করে ছাত্রদল কর্মীদের মারপিট আহত- ৩

জামালপুরের সরিষাবাড়ীতে ফেইসবুকের কমেন্টকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৩ জন। এঘটনা উপজেলা সাতপোয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ছাত্রদলের দু’পক্ষের মধ্যে ঘটেছে।

শনিবার (২৬ অক্টোবর) বিকালে আহতদের পরিবার ও থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এঘটনা ঘটে।

আহতরা হলেন- হালিম পুদ্দারের ছেলে হৃদয় হাসান, দুলু মিয়ার ছেলে রুবেল হাসান রাব্বি ও মোতালেব হোসেনের ছেলে নাঈম মিয়া। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

এঘটনায় ছাইদুল হাসান বাদী হয়ে সাতপোয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নাজুকে প্রধান করে ২৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতপোয়া ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রাথী হিসেবে ফেসবুকে প্রচারণা চালান নাঈম ও বিজয়। তাদের এই প্রার্থিতা নিয়ে দুই গ্রুপের মধ্যে হিংসাক্ত মনোভাব সৃষ্টি হয়।

সম্প্রতি নাঈম তার ফেসবুকে একটি গ্রুপ ছবি পোস্ট করলে, সেখানে ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মেহেরত আহম্মেদ তাদেরকে ছাত্রলীগ শব্দ ব্যঙ্গ করে একটি কমেন্ট করেন। এই নিয়ে মোঃ মিরাজ নামে একজন লিখেন তুই কি করস। পরে এই বিষয়টি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় মারপিটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রাসেল ও শাহীন বলেন, আমরা ৬ জন বন্ধু মিলে আদ্রা নতুন যে রাস্তাটি হচ্ছে সেই রাস্তার নির্মাণাধীন কালভার্ট দেখতে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নাজুর নেতৃত্বে ছাত্রদলের প্রায় ২৫- ৩০ জন ছেলে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এবং মারপিট করে। পরে আমরা দৌড়ে পালানোর চেষ্টা করলেও তারা দুইজনকে ধরে ফেলে এবং বেঁধে রেখে মারপিট করে।

পরে এ সংবাদ আহতদের পরিবারের লোকজন জানতে পেয়ে সরিষাবাড়ী থানা কে অবগত করে। পরে পুলিশ গিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে বলে জানান যুবদলের দুই নেতা আবু বক্কর সিদ্দিক ও হালিম পোদ্দার।

এব্যাপারে অভিযুক্ত সাতপোয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সিনিয়র হিসেবে তাদেরকে ছাড়াতে গিয়েছিলাম। মারামারি করতে যাইনি। আমার বিরুদ্ধে তারা যে অভিযোগটি করেছে এটি মিথ্যা ও বানোয়াট। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১০   ১৬৪ বার পঠিত