সোমবার, ২৮ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টার কাছে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধান উপদেষ্টার কাছে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



প্রধান উপদেষ্টার কাছে সৌদি বাদশাহের চিঠি পৌঁছে দিলেন রাষ্ট্রদূত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সোমবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করে এ চিঠি পৌঁছে দেন সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত বলে জানান দেশটির রাষ্ট্রদূত।

এসময় সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

জ্বালানি আমদানিতে ছাড়, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. ইউনূস। যাতে আরও দক্ষ ও প্রশিক্ষিত বাংলাদেশি কর্মী পাঠাতে পারে বলেও জানান তিনি।

সৌদি রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর খাতে বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে বিনিয়োগ সহজ করতে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:৫২   ১৬ বার পঠিত