দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
শুক্রবার (১ নভেম্বর) বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এসকল কর্মসূচির আয়োজন করা হয়। এদিন সকালে শুরুতেই বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান ও বন্দর এলজিইডি উপ সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাশেদ।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা সবাইকে শপথ বাক্য পাঠ করান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভার শেষে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। একই সাথে হাঁস মুরগি বিষয়ক ৭ (সাত) দিনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করা হয়। এই পুরো কর্মসূচির সভাপতিত্ব করেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ ভূঞা।
বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৯ ১০ বার পঠিত