রবিবার, ৩ নভেম্বর ২০২৪

প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
রবিবার, ৩ নভেম্বর ২০২৪



প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমের গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

এ সময় তিনি বলেন, সরকারের যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে ,তা যেন সর্বোত্তম ভাবে ব্যবহার হয়। যাতে করে সরিষাবাড়ী কৃষি তথা বাংলাদেশ এগিয়ে যায়।

অনুষ্ঠানে এসময় উপজেলা কৃষি অধিদপ্তরে অনান্য উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা সহ বিভিন্ন ইউনিয়ন হতে কৃষি প্রনোদনা নিতে আসা প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:০৯   ৫৮ বার পঠিত